শনিবার, ৯ এপ্রিল, ২০১১

ভালবাসার দিনে ভাললাগার মত একটি ভালবাসার কবিতা।

জান বন্ধু, তোমাকে খুব আপন মনে হয় কখনও পর করে দেখিনা। যখন তুমি চলে যাও, যাব কথা বল, তখন আমার বুক থেকে রক্ত ক্ষরিত হয়। আমি আমার ভালবাসার ভাগ কাউকে দিতে চাই না, এটা আমার পরম দাবী শরীর থেকে একটা অংশ বিচ্ছিন্ন হলে যে রকম কষ্ট তুমি চলে গেলে তার চেয়ে বেশী কষ্ট হবে। তোমাকে আমি কতটা ভালবাসি এটা আমার মনের মত করে তোমাকে বেঝাতে পারিনি। কিছুটা অপূর্নতা রয়েগেছে তুমি বুঝে নিও। তবে পৃথিবীর বিনিময়েও যে তোমাকে একান্ত আপন করে চাই এটা সত্য। যেদিন তোমাকে আমি সত্যিকার ভাবে পাব সেদিন আমার মনের মত করে তোমাকে আরও ভলবাসব। আদর সেহাগ আর ভালবাসা দিয়ে তোমাকে তোমার জীবনকে ভরিয়ে দেব। আমিকি তোমর কাছে কিছু আশা করতে পারিনা বন্ধু?। সামান্য কোন ব্যাপার নিয়ে আমার সাথে রাগ কর। আমি খুব কষ্ট পাই বন্ধু। মাঝে মাঝে তোমার সাথে হয়ত কিছু অভিমান হয় তুমি এতে মাইন্ড করনা অতিথী পাখি হয়ে আমার জীবনে এসোনা তা হলে খুব কষ্ট পাব। আমার মত করে আমাকে ভালবাস আমাকে একটু বোঝার চেষ্টা কর। তুমি যত বর হওনা কেন আমি আমার ভালবাসার মূল্য দিয়ে তোমাকে কিনতে চাই। আমি ভুল করবনা সঠিক জিনিসই কিনব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন