শনিবার, ৯ এপ্রিল, ২০১১

যতবার তোমাকে

যতবার তোমাকে দেখি ততবার ভরে উঠে
ঐশ্বরিক জ্যোতিতে আমার দু’ নয়ন।
যতবার তোমার হাতখানি ধরি,
ততবার একটি সত্য প্রতিজ্ঞা করি পূরণ।
যতবার তোমাকে আগলে ধরি আমার শীর্ণ বুকে,
ততবার আলিঙ্গন করি নতুন এক জীবন।
যতবার তোমার ওষ্ঠে একে দিই প্রগাঢ় চুম্বন,
ততবার আমি হয়ে যাই সদ্যজাত নিষ্পাপ এক শিশু সন্তান।
যতবার আমি তোমাকে বলি ভালবাসি ভালবাসি,
ততবার শিখি একটি সত্য শব্দ উচ্চারণ।
যতবার আমি তোমাতে করি অবগাহন,
ততবার আমি গ্রহণ করি শুদ্ধ পুনর্জনম।
জোছনা জোয়ারে আলোকিত হয়ে থাক আমাদের মধুর মিলন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন