বলো বলো সুন্দরী কার দাম বেশী
পয়সার দাম নাকি প্রেমে ধরা হাসি
পয়সাটা নিয়ে যায় না বলে না কেউ
তাজা প্রেম তলায় না হয় নাকো বাসি
তুমি আমার আমি তোমার
আর যেন কেউ না হয় তোমার
শুনে শুনে কান পচে যায়
নেই তুলনা তবু একথার
সবার বড় সবার উঁচু
কেউ যদি রয় পৃথিবীতে
নাম তার প্রেম আসনটা তার
পারবেনা তো কেউ সরাতে