বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১২

নারী


নওরীন সুলতানা

যদি তুমি তাকে ছুঁতে চাও, তবে তুমি ভদ্রলোক নও
যদি তা না কর, তবে তুমি পুরুষ নও।
যদি তুমি তার প্রশংসা কর, তবে সে ভাববে তুমি মিথ্যে বলছ
যদি তা না কর, তবে তুমি কিছুই পার না।
যদি তুমি তার সব পছন্দ মেনে নাও, তবে তুমি উইম্প
যদি তা না কর, তবে তুমি অবুঝ।
যদি তুমি নিয়মিত দেখা কর, তবে তুমি বিরক্তিকর
যদি তা না কর, তবে সে ভাববে তুমি তাকে উপেক্ষা করছ।
যদি তুমি পোশাকে পরিপটি হও, সে বলবে তুমি একজন প্লেবয়
যদি তা না কর, তবে তুমি তার কাছে নীরস।
যদি তোমার হিংসা থাকে, তবে সে বলবে তা খারাপ
যদি তা না থাকে, সে ভাববে তুমি তাকে ভালবাসনা।
যদি তুমি রোমান্স দেখাতে যাও, সে ভাববে তুমি তাকে শ্রদ্ধা কর না
যদি তা না কর, তার কাছে এর অর্থ তুমি তাকে পছন্দ কর না।
যদি তুমি আসতে এক মিনিট দেরি কর, তবে অভিযোগ করবে অপেক্ষা করিয়েছ
যদি সে দেরি করে, তবে বলবে এটাই মেয়েদের নিয়ম।
যদি তমি অন্য ছেলেদের নিয়ে সময় কাটাও, তবে তুমি সময় কাটাতে জান না
যদি সে অন্য মেয়েদের সাথে সময় কাটায়, সে বলবে ‘এটাই স্বাভাবিক আমরা সবাই মেয়ে’।
যদি তুমি একবার তার হাত ধর, তবে সে ভাববে তুমি ঠান্ডা প্রকৃতির
যদি তুমি প্রায়শই তার হাত ধর, তার মানে তুমি বেশি কিছু চাইছ।
যদি তুমি তাকে রাস্তা পার হতে সাহায্য না কর, তাহলে তোমার নীতি নেই
যদি কর, তবে সে ভাববে এটা তোমার মেয়েদের প্রলোভিত করার কৌশল।
যদি তুমি অন্য নারীর প্রতি এক দৃষ্টিতে তাকাও, তবে তোমার চরিত্র খারাপ
যদি সে অন্য পুরুষের দিকে এক দৃষ্টিতে তাকায়, তবে সে শ্রদ্ধাভরে তাকিয়ে ছিল।
যদি তুমি কথা বলতে থাক, তবে সে চাইবে তুমি কথা শোন
যদি তুমি শুনতে থাক, তবে সে চাইবে তুমি বল।

সংক্ষেপে নারী হল-
সাধারণ হলেও, অতি জটিল
র্দুবল হলেও, অতি শক্তিশালী
দ্বিধাগ্রস্ত হলেও, অতি আকাঙ্ক্ষিত
এলোমেলো হলেও, অতি চমৎকার……
….নারী

প্রিয় পাঠক, কবিতাটি আমার খুবই ভাল লেগেছে এবং এটি কিছুটা বাস্তবসম্যত,তাই আপনাদের জন্য Publish করলাম । আপনাদের ভাল বা খারাপ লাগলে মন্তব্য দিবেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন