বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১২

টেনশন দূর করার উপায়


টেনশনে কমবেশি সবাই ভোগেনতবে অতিরিক্ত টেনশন ক্ষতিকরটেনশনমুক্ত থাকার কয়েকটি টিপস :
১. খুব টেনশন হলে বুকের ভেতরে গভীর শ্বাস টেনে নিনরক্তে পর্যাপ্ত অক্সিজেন ঢুকলে মস্তিষ্ক উজ্জীবিত হয়, মাংসপেশি শিথিল হয় এবং মন ঠাণ্ডা হয়
২. গভীর শ্বাস টেনে নেয়ার পাশাপাশি মেডিটেশন করুনমস্তিষ্কে প্রায় ঘুমের সমপর্যায়ের অবস্খা তৈরি হবেশূন্যে মনোনিবেশ করলে চাপ কমে যায়
৩. মনছবি গড়ে তুলুনমনের ছবিটাকে আরো বেশি বাস্তব করার জন্য প্রকৃতির সুরারোপ করুন বা নিজের চারপাশে এই সুর বাজতে দিন
৪. মনছবির ভেতর নিজের শুভ চাওয়ার প্রতিফলন ঘটান
৫. আত্মসম্মোহনের মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধি, বদ অভ্যাস ত্যাগ, কম ব্যথা বা দু:খ অনুভবের শক্তি বাড়ান
৬. হালকা শরীর চর্চা করুনরক্ত সঞ্চালনের ফলে হতাশার লেভেল কমে যাবে
৭. মাংসপেশি শিথিলের অভ্যাস গড়ে তুলুনপ্রথমে মুখ, তারপর ঘাড়, কাঁধ এভাবে মাথা থেকে পা পর্যন্ত
৮. গান শুনুনবিভিন্ন গানের সুরের প্রভাব বিভিন্ন রকম হয়কোন্ ধরনের সুর আপনার সবচেয়ে বেশি টেনশন কমাতে সাহায্য করছে সেটা খুঁজে নিন
৯. যোগ ব্যায়াম করুনযোগ ব্যায়ামের কোনো বিকল্প নেই টেনশন দূর করার ক্ষেত্রেইন্টারনেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন