শনিবার, ৯ এপ্রিল, ২০১১

নদীর গান

শুনতে পাচ্ছো নদীর গান
বয়, রাতের নিঝুমতায়
অলৌকিক
ওদিকে চাও যদি
আলোক মিছিলে দেখ
রাতের পথনটি
তাৎক্ষনিক

অন্য অবকাশে মহান মানুষ
হয়, নরম সুজানিতে
দার্শনিক
দাওয়ায় পড়ে থাকা
শিরায় গতি পায়
গলিপথের সেই
শৌভনিক

সেসব মুছে যাবে জেনেও
বলে যাও, এসব বৈভব
পৌরানিক
যা দিয়ে কোনদিন
শ্মশান নাথ আর
বানাবেনা বিভুতির
সিনক্রনিক।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন