বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১২

ভালবাসার র্পূণ সংজ্ঞা


ভালবাসার র্পূণ সংজ্ঞা
ভালবাসার সংজ্ঞা জানতে বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে গিয়েছিলাম ।
চলুন দেখি তারা কে কী বলে………..
ছাত্র: ভালবাসার র্পূণ অর্থ হল রাত জেগে ফোনে কথা বলা আর পার্কে ডেটিং মারা ।
ভা: ভাল-মন্দ চিন্তা না করে
লো: লোক-লজ্জা উপেক্ষা করে
বা: মা-বাবার মূখে চুনকালি দিয়ে
সা: সাগরে ঝাপ দেয়া
গণিত শিক্ষক: যার র্দৈঘ্য, প্রস্থ ও বেধ নেই শুধু গভিরতা আছে তাকেই ভালবাসা বলে ।
ডাক্তার: ভালবাসা এমন এক রোগের নাম- যা ঘুম নষ্ট করে, ক্ষুধা কমায়, চিন্তা বৃদ্ধি করে ।
পুলিশ: ভালবাসা এমন এক জেলখানা, যেখানে হৃদয় বন্দীদের খেলা চলে ।
রাজনীতিবিদ: ভালবাসা হলো পার্কে, গাছতলায় ও চাইনিজে সেমিনার আর বক্তৃতা ।
ভিখারী: ভালবাসা হল একজনের মন আর এক জনকে ভিক্ষা দেওয়া বা অন্য জনের মন ভিক্ষা নেওয়া ।
কুলি: ভালবাসা মনে অপরের সুখ-দূঃখ আঁটি বেধে বহন করা ।
মাঝি: ভালবাসা হলো মন-অভিমান এবং কিছু আবেগের দাঁড় টানা ।
বিক্রেতা: ভালবাসা হচ্ছে হৃদয়ের ক্রয়-বিক্রয় ।
বাড়িওয়ালা: ভালবাসা মানেই দুই বেড, বাথ, ড্রইং আর একটা সুন্দর বারান্দা ।
র্ব্যথ-প্রেমিক: ভালবাসা বলে নেই তো কিছু, ভালবাসা মানে ফাঁকি ।

টেনশন দূর করার উপায়


টেনশনে কমবেশি সবাই ভোগেনতবে অতিরিক্ত টেনশন ক্ষতিকরটেনশনমুক্ত থাকার কয়েকটি টিপস :
১. খুব টেনশন হলে বুকের ভেতরে গভীর শ্বাস টেনে নিনরক্তে পর্যাপ্ত অক্সিজেন ঢুকলে মস্তিষ্ক উজ্জীবিত হয়, মাংসপেশি শিথিল হয় এবং মন ঠাণ্ডা হয়
২. গভীর শ্বাস টেনে নেয়ার পাশাপাশি মেডিটেশন করুনমস্তিষ্কে প্রায় ঘুমের সমপর্যায়ের অবস্খা তৈরি হবেশূন্যে মনোনিবেশ করলে চাপ কমে যায়
৩. মনছবি গড়ে তুলুনমনের ছবিটাকে আরো বেশি বাস্তব করার জন্য প্রকৃতির সুরারোপ করুন বা নিজের চারপাশে এই সুর বাজতে দিন
৪. মনছবির ভেতর নিজের শুভ চাওয়ার প্রতিফলন ঘটান
৫. আত্মসম্মোহনের মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধি, বদ অভ্যাস ত্যাগ, কম ব্যথা বা দু:খ অনুভবের শক্তি বাড়ান
৬. হালকা শরীর চর্চা করুনরক্ত সঞ্চালনের ফলে হতাশার লেভেল কমে যাবে
৭. মাংসপেশি শিথিলের অভ্যাস গড়ে তুলুনপ্রথমে মুখ, তারপর ঘাড়, কাঁধ এভাবে মাথা থেকে পা পর্যন্ত
৮. গান শুনুনবিভিন্ন গানের সুরের প্রভাব বিভিন্ন রকম হয়কোন্ ধরনের সুর আপনার সবচেয়ে বেশি টেনশন কমাতে সাহায্য করছে সেটা খুঁজে নিন
৯. যোগ ব্যায়াম করুনযোগ ব্যায়ামের কোনো বিকল্প নেই টেনশন দূর করার ক্ষেত্রেইন্টারনেট

নারী


নওরীন সুলতানা

যদি তুমি তাকে ছুঁতে চাও, তবে তুমি ভদ্রলোক নও
যদি তা না কর, তবে তুমি পুরুষ নও।
যদি তুমি তার প্রশংসা কর, তবে সে ভাববে তুমি মিথ্যে বলছ
যদি তা না কর, তবে তুমি কিছুই পার না।
যদি তুমি তার সব পছন্দ মেনে নাও, তবে তুমি উইম্প
যদি তা না কর, তবে তুমি অবুঝ।
যদি তুমি নিয়মিত দেখা কর, তবে তুমি বিরক্তিকর
যদি তা না কর, তবে সে ভাববে তুমি তাকে উপেক্ষা করছ।
যদি তুমি পোশাকে পরিপটি হও, সে বলবে তুমি একজন প্লেবয়
যদি তা না কর, তবে তুমি তার কাছে নীরস।
যদি তোমার হিংসা থাকে, তবে সে বলবে তা খারাপ
যদি তা না থাকে, সে ভাববে তুমি তাকে ভালবাসনা।
যদি তুমি রোমান্স দেখাতে যাও, সে ভাববে তুমি তাকে শ্রদ্ধা কর না
যদি তা না কর, তার কাছে এর অর্থ তুমি তাকে পছন্দ কর না।
যদি তুমি আসতে এক মিনিট দেরি কর, তবে অভিযোগ করবে অপেক্ষা করিয়েছ
যদি সে দেরি করে, তবে বলবে এটাই মেয়েদের নিয়ম।
যদি তমি অন্য ছেলেদের নিয়ে সময় কাটাও, তবে তুমি সময় কাটাতে জান না
যদি সে অন্য মেয়েদের সাথে সময় কাটায়, সে বলবে ‘এটাই স্বাভাবিক আমরা সবাই মেয়ে’।
যদি তুমি একবার তার হাত ধর, তবে সে ভাববে তুমি ঠান্ডা প্রকৃতির
যদি তুমি প্রায়শই তার হাত ধর, তার মানে তুমি বেশি কিছু চাইছ।
যদি তুমি তাকে রাস্তা পার হতে সাহায্য না কর, তাহলে তোমার নীতি নেই
যদি কর, তবে সে ভাববে এটা তোমার মেয়েদের প্রলোভিত করার কৌশল।
যদি তুমি অন্য নারীর প্রতি এক দৃষ্টিতে তাকাও, তবে তোমার চরিত্র খারাপ
যদি সে অন্য পুরুষের দিকে এক দৃষ্টিতে তাকায়, তবে সে শ্রদ্ধাভরে তাকিয়ে ছিল।
যদি তুমি কথা বলতে থাক, তবে সে চাইবে তুমি কথা শোন
যদি তুমি শুনতে থাক, তবে সে চাইবে তুমি বল।

সংক্ষেপে নারী হল-
সাধারণ হলেও, অতি জটিল
র্দুবল হলেও, অতি শক্তিশালী
দ্বিধাগ্রস্ত হলেও, অতি আকাঙ্ক্ষিত
এলোমেলো হলেও, অতি চমৎকার……
….নারী

প্রিয় পাঠক, কবিতাটি আমার খুবই ভাল লেগেছে এবং এটি কিছুটা বাস্তবসম্যত,তাই আপনাদের জন্য Publish করলাম । আপনাদের ভাল বা খারাপ লাগলে মন্তব্য দিবেন