শনিবার, ৩১ মার্চ, ২০১২

কম্পিউটারের গতি বাড়াতে...


কম্পিউটারের গতি বাড়ানো যায় কিছু বিষয়ে খেয়াল রাখলেতেমন কিছু বিষয় নিচে দেওয়া হলো
১. কম্পিউটারে কখনো Theme ইনস্টল করা উচিত নয়থিম কম্পিউটারকে অনেক ধীর করে দেয়
২. কম্পিউটারে অ্যানিমেটেড ওয়ালপেপার, কথা বলা ঘড়ি (ভয়েস ঘড়ি) ইত্যাদি ইনস্টল করবেন নাএগুলো কম্পিউটারকে ধীর করে দেয়
৩. Recycle bin সব সময় ফাঁকা রাখুনRecycle bin-এ কোনো ফাইল রাখবেন নাRecycle bin-এ ফাইল রাখলে কম্পিউটারের গতি কমে যায়
৪. Start থেকে Run-এ ক্লিক করে এক এক করে Prefetch, temp, %temp%, cookies, recent লিখে ok করুনফোল্ডারগুলো খুললে সবগুলো ফাইল মুছে ফেলুন (ডিলিট) কোনো ফাইল না মুছলে সেটি বাদ দিয়ে বাকিগুলো মুছে ফেলুন
৫. কিছু সময় পরপর Start থেকে Run-এ ক্লিক করে tree লিখে ok করুনএতে র‌্যামের কার্যক্ষমতা বাড়বে
৬. ডেস্কটপে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যানএখন ডান পাশ থেকে Settings-এ ক্লিক করে ১৬ বিট নির্বাচন করে ok করুন
৭. আবার Start থেকে Run-এ ক্লিক করে msconfig লিখে ok করুনএখন ডান পাশের Services-এ ক্লিক করুনযে প্রোগ্রামগুলো সব সময় কাজে লাগে না, সেগুলোর বাঁ পাশ থেকে টিক চিহ্ন তুলে দিনএখন Startup-এ ক্লিক করে বাঁ পাশের সবগুলো টিক চিহ্ন তুলে দিয়ে ok করুনRestart দিতে বললে Restart দিন
৮. এখন My Computer খুলে সি ড্রাইভের ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যানতারপর Disk Cleanup-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন নতুন উইন্ডো এলে বাঁ পাশের সবগুলো বক্সে টিক চিহ্ন দিয়ে ok করুনএভাবে প্রত্যেকটি ড্রাইভ ক্লিন করতে পারেন
৯. Start থেকে Control Panel- যানAutomatic Updates-এ ডবল ক্লিক করুনTurn off Automatic Updates নির্বাচন করে ok তে ক্লিক করুনযাঁরা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করেন, এটা তাঁদের জন্য প্রযোজ্য
১০. My Computer-এর ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যানএখন Advanced Settings সিলেক্ট করে Performance-এর নিচে Settings-এ ক্লিক করুনএখন Customs সিলেক্ট করে সবার নিচের বক্সের ঠিক চিহ্নটি রেখে বাকি সবগুলো তুলে দিয়ে ok করুন
১১. আবার My Computer-এর ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যানএখন Advanced সিলেক্ট করে নৃিচে ডান পাশে Error Reporting-এ ক্লিক করুন Disable সিলেক্ট করে ok করুন
(
আগামীকাল সমাপ্য) মো. আমিনুর রহমান

১২. My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যানএখন System Restore-এ ক্লিক করে Turn off System Restore on all drives-এ ঠিক চিহ্ন দিয়ে ok তে ক্লিক করুননতুন একটি উইন্ডো এলে সেটির yes-এ ক্লিক করুন
ডেস্কটপে যত কম আইকন রাখা যায় ততই ভালো
১৩. Ctrl + Alt + Delete চেপে বা Task bar-এ রাইট ক্লিক করে Task Manager ওপেন করুনতারপর Processes-এ ক্লিক করুনঅনেকগুলো প্রোগ্রামের তালিকা দেখতে পাবেনএর মধ্যে বর্তমানে যে প্রোগ্রামগুলো কাজে লাগছে না, সেগুলো সিলেক্ট করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দেনএই প্রোগ্রামগুলোর মধ্যে কিন্তু অপারেটিং সিস্টেমের প্রোগ্রামও আছেযদি ভুল করে কোনো প্রোগ্রাম বন্ধ করে দেন এবং এতে যদি অপারেটিং সিস্টেমের কোনো সমস্যা হয়, তাহলে কম্পিউটার Restart দিনঠিক হয়ে যাবে
১৪. কম্পিউটারের র‌্যাম কম থাকলে কম্পিউটার ধীরগতির হয়ে যায়ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কম্পিউটার কিছুটা ফাস্ট করা যায় ভার্চুয়াল মেমোরি বাড়ানোর জন্য প্রথমে My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে properties-এ যানএখন Advance-এ ক্লিক করে performance-এর settings-এ ক্লিক করুনআবার Advance-এ ক্লিক করুনএখন change-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size Maximum size-এ আপনার ইচ্ছামতো size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুনতবে Initial size-এ আপনার কম্পিউটারের র‌্যামের size-এর দ্বিগুণ এবং Maximum size-এ র‌্যামের size-এর চারগুণ দিলে ভালো হয়
১৫. প্রথমে Control panel-এ যানControl panel থেকে Add or Remove-এ ডবল ক্লিক করুনএখন বাঁ পাশ থেকে Add/Remove windows components-এ ক্লিক করুননতুন যে উইন্ডো আসবে সেটির বাঁ পাশ থেকে যে প্রোগ্রামগুলো আপনার কাজে লাগে না, সেগুলোর পাশের টিক চিহ্ন তুলে দিন, তারপর Accessories and Utilities নির্বাচন করে Details-এ ক্লিক করুননতুন যে উইন্ডো আসবে সেটি থেকে একই পদ্ধতিতে যে প্রোগ্রামগুলো আপনার কাজে লাগে না সেগুলোর পাশের টিক চিহ্ন তুলে দিয়ে ok করুনএখন next-এ ক্লিক করুন Successful meassage এলে Finish-এ ক্লিক করুনRestart করতে বললে Restart করুন
১৬. শুধু আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করুনযে সফটওয়্যারগুলো সব সময় কাজে লাগে না, সেগুলো কাজ শেষ করে আবার আন-ইনস্টল করে দিন
১৭. হার্ডডিস্কের ১৫ শতাংশ জায়গা ফাঁকা রাখলে এবং নিয়মিত ডিফ্রাগমেন্ট করলে কম্পিউটার অনেক ফাস্ট থাকে
হার্ডডিস্কের ফাঁকা স্থানের পরিমাণ যত বেশি থাকে ততই ভালো
১৮. সফটওয়্যার ইনস্টল করে ব্যবহার করার চেয়ে পোর্টেবল (বহনযোগ্য) সফটওয়্যার ব্যবহার করলে কম্পিউটার বেশি ফাস্ট থাকে
সূত্র: দৈনিক প্রথম-আলো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন