ব্লগে এখনো হাজার হাজারো অবিবাহিত যুবক ভাইয়েরা আছেন, যারা শ্রীঘই হয়ত বিয়ে শাদীর কথা চিন্তা করছেন। অনেকের হয়ত কনে পছন্দ করাই আছে, অনেকে হয়ত পরিবারিক ভাবে বিয়ের চিন্তা করছেন।
এখন সমাজের কমন ট্রেন্ড হলো মেয়েদেরও চাকুরী করা এবং সবাই এটাকে খুব সহজ ভাবে মেনে নেয়। এই ব্যাপারটা কিন্তু একদিনে তৈরী হয় নাই । এখন আর্থসামাজিক অবস্হা চিন্তা করে অনেক ছেলেও চাকুরীজীবি মেয়েকেই বিয়ে করতে পছন্দ করে বেশি । দিন দিন খরচ যা বাড়ছে, একজনের পক্ষে সব কিছু কুলিয়ে উঠা সম্ভব নয়।
আবার বিরুদ্ধচরণ ও আছে। অনেকে মনে করেন, ''আমি বিয়ে করেছি, বউ আমার সংসার করবে, বাচ্চা কাচ্চা লালন পালন করবে। টাকা পয়সার চিন্তা আমার, টাকার জন্য বউকে ঘর থেকে বের করবো না।''
যদি যৌথ পরিবারে থাকেন, তবে স্বামী এবং শ্বশুরবাড়ীর সহায়তা ছাড়া একজন মেয়ের পক্ষে চাকুরী করা খুবই কঠিন হয়ে যায়। আমার এক পরিচিত জন আছে, যার কিছু দিন আগে বিয়ে হয়েছে, ভদ্রমহিলা একটা বহুজাতিক ব্যাংকে ৭০,০০০++ বেতন পান, কিন্তু শ্বশুরবাড়ীতে শান্তি নাই। শ্বশুড়ী চান, বউ অফিস ফিরেই রান্না ঘরের হাড়ি ঠেলুক, কাজের লোকের দ্বারা কোনো কাজ শাশুড়ী পছন্দ করে না।
এইতো ২০ বছর আগেও এক সময় ছিলো, যখন মেয়েদের চাকুরী মানেই স্কুলে মাষ্টারী কিংবা ডাক্তারী করা। ছেলেকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুজছে মা-বাবা, একটু আধুনিক মনোভাবাপন্ন। তাই তারা চাকুরীজীবি মেয়ে ঘরে আনবেন কিন্তু পেশা হতে হবে ঐ ২টা। এর বাইরে সহজে দেখা যেত না।
বর্তমানে অবশ্য এই ধারা থেকে অনেক এগিয়ে আছেন অভিভাবকরা। এখন মেয়েরা সেনাবাহিনীর সম্মুখ যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে, মার্শাল আর্ট, জুড়ো খেলছে, বড় বড় বহুজাতিক কোম্পানীতে কাজ করছে। বিভিন্ন কর্মক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ চোখে পড়ার মতো।
ভাইয়ারা, আপনারা যারা বিবাহ করতে যাচ্ছেন/যাবেন, যদি চাকুরীজীবি কাউকে বিয়ে করতে চান, তবে কোন পেশার মেয়েকে পছন্দ করবেন? আমি কিছু পেশার নাম উল্লেখ করছি।
১। ডাক্তার
২। স্কুল-কলেজের শিক্ষক
৩।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
৪।ব্যাংকার
৫।সরকারী চাকুরীজীবি
৬।বিসিএস ক্যাডার
৭।ডিফেন্স/পুলিশ
৮।বহুজাতিক/ এনজিও
৯। ব্যবসায়ী
১০।উদ্যোক্তা।
১১। সংবাদকর্মী/মিডিয়া
১২।আইনজীবি
১৩।প্রকৌশলী (সিভিল/ইইই/আর্কি/কম্পু/কেমি/মেকা/আইপি....)
সূত্র: ইন্টরনেট ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন